করোনা ভাইরাস সংক্রমণে থানকুনি পাতার ব্যাপারে সরাসরি নায়েবে আমিরুল মুজাহিদিন, মুফতি ফয়জুল করিম সাহেবের বানী।
আজ ফজরের নামাজের পর, চরমোনাই মাদরাসার মসজিদে সমস্ত ছাত্র ওস্তাদদের সামনে, নায়েবে আমীরুল মুজাহিদিন, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম সাহেব স্পষ্ট ভাষায় বলেন, আজ রাতে একটি খবর ছড়ানো হয়েছে, পীর সাহেব চরমোনাই নাকি স্বপ্নে দেখে বলেছেন, “থানকুনি পাতা খেলে করোনা থেকে মুক্তি পাবে” কথাটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এমন কথা পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে বলা হয়নি। কেউ এতে কান দিবেন না। বিভ্রান্ত হবেন না। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া ও তাওবা ইস্তেগফার করুন।