বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে (আইইডিসিআর)
রবিবার একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানিয়েছেন, ”এই তিনজনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়া গেছে”
তাদের মধ্যে দুইজন ইটালি থেকে বাংলাদেশে এসেছিলেন বলে তিনি জানিয়েছেন। সেই দুজনের একজনের পরিবারের একজন নারী সদস্য বাংলাদেশে আক্রান্ত হন।
এদের বয়স বিশ থেকে পয়ত্রিশ বছরের মধ্যে বলে জানা গেছে।
বাংলাদেশের সকল বাসিন্দাকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন।
বিশ্ব জুড়ে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫ হাজারের বেশি মানুষ, ৩,৫৯৮ জনের মৃত্যু হয়েছে। ৯৯টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
চীনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ৫২৭ জন। ইরানে আরেক সংসদ সদস্যসহ নতুন করে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৫।
করোনায় চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। একদিনেই মারা গেছেন ৪৯জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৭। আক্রান্ত সাড়ে চার হাজারের বেশি। আক্রান্তের মধ্যে দেশটির শীর্ষ পর্যায়ের এক রাজনীতিকও রয়েছেন।
এদিকে, চীনের ফুঝিয়ান প্রদেশের কোয়ানজো শহরে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহৃত একটি হোটেল ধসে অন্তত ৭০ জন আটকা পড়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৩ জনকে।
বাংলাদেশ একটি জনবহুল দেশ, তাই এখানে করোনাভাইরাস খুব দ্রুত ছড়িয়ে যাবে। তাই সবাইকে এখন থেকে কঠোর সতর্ক থাকতে হবে।
(বিস্তারিত আসছে)