আজ ফেনীতে বাদে যোহর অনুষ্ঠিত হয় হেফাজতের ব্যানারে বিশাল এক বিক্ষোব সমাবেস ও মিছিল, সেখানে আলেম ওলামা সহ সরবস্তরের জনগণ উপস্থিতছিলে, ভারতের দিল্লীতে নির্বিচারে মুসলিম হত্যা মসজিদ ভাঙ্গা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে এক হলো সাধারণ মানুষ,
উক্ত মিছিল ও সমাবেশে প্রধান করমসুচি ছিলো বাংলাদেশে কোন ভাবেই আসতে মোদি আসতে পারবে না, আসলে বাংলাদেশে ২য় শাপলা চত্ত্বর কায়েম হবে।
- ফেনী প্রতিনিধি।