সফল ভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান জামেয়া রশীদিয়ার উন্নয়ন সম্মেলন ২০২০
ফেনী শহর প্রতিনিধি :
গত ২৮শে প্রেব্রুয়ারী ২০২০ ইং বাংলাদেশের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া রশীদিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় বাৎসরিক উন্নয়ন সম্মেলন ২০২০।
এতে উপস্থিত ছিলেন পুরো বাংলাদেশের ৬ হাজার প্লাস উন্নয়ন সদস্য ও হিতাকাঙ্খী। এতে সবাই মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মতামত উপস্থাপন করা সহ সকলেই জামেয়া রশীদিয়া মাদরাসার সাথে সম্পৃক্ত থাকতে পেরে মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
তার সাথে সাথে মাদরাসার বর্তমান ব্যায়বহুল নির্মানাধীন ভবন দারে মুহাম্মাদ সা. এর কাজকে দ্রুতভাবে এগিয়ে নেয়ার জন্য সকলেই সহযোগিতার সর্বাত্মক প্রতিশ্রুতি দেন।
মাদরাসার পেইসবুক পেইজ লিংক : www.facebook.com/Jamea-rashidia-291358407995292