পবিত্র মক্কা নগরীর নান্দনিক এক মসজিদ আল_রাজী মসজিদ। (Al Rajhi Mosque)
যেটি পবিত্র মসজিদুল হারাম থেকে মাত্র ৩.৭ কিলোঃ দূরে আন-নাসিম নামক এলাকায় অবস্থিত।
সৌদি আরবের প্রয়াত প্রসিদ্ধ ব্যবসায়ী সুলাইমান বিন আব্দুল আজিজ আল-রাজী তাঁর প্রতিষ্ঠিত
مٶسسة سلیمان الراجحی الخیریة ট্রাস্টের অধিনে সর্বোমোট আটটি মসজিদ নির্মাণ করেন। তারমধ্যে এটি অন্যতম।
১৪৩৪ হিজরী মোতাবেক উদ্বোধন করা দর্শনীয় এই মসজিদ দেখতে প্রতিদিন অসংখ্য দর্শণার্থী উপস্থিত হোন।
বিস্তারিত দেখুন >>
সৌদি প্রতিনিধি : এ.এইচ নোমান মাক্কী